শেখ ফজলুল করিমের জীবন ও সাহিত্য
বাঙ্গালী মুসলমানদের লুপ্ত গৌরব ও ইতিহাস ঐতিহ্য নিয়ে যে কয়জন খ্যাতনামা মুসলিম সাহিত্যিক স্মরণীয় বরণীয়
কুতুবউদ্দিন আহমেদ
[পরলোকগত কবি রফিক আজাদ স্মরণে]
সুতোর ওপারে চলে গেছো, ওখানে নক্ষত্র আছে, নিশ্চিত স্বাধীনতা আছে
সুতোর এপারে ছিলে, দু’একটি কবিতা লেখা ছাড়া অন্য কোনো স্বাধীনতা ছিল না।
এখানে কেবলই পরাধীনতার বৈভব, চিল আর শকুনের অশনি ছায়া
মূলত প্রাকৃতিক কিছু ভালোবাসা ছাড়া তোমার অন্য কোনো সহযোগী ছিল না।
একদা কুকুর তাড়াতে গিয়ে নির্ভিক হাতে তুলে নিয়েছিলে স্টেনগান; সেখানে
মৃত্যুও তোমাকে তাড়া করেছে কখনও
অতঃপর হাভাতের ভাতের দাবিতে পান করেছো শব্দের হলাহল
অথচ সূর্যালোকের মতো আজও দেদীপ্যমানÑ
মাঘের হিমরাতে এখনও নিঘর বিনিদ্র কু-লী পাকায় নৃবংশের কেউ কেউ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।