মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মিসরের একনায়ক প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসিকে মোকাবেলা করতে ঐক্যের ডাক দিয়েছে দেশটির রাজনৈতিক সংগঠন মুসলিম ব্রাদারহুড। সিসি ক্ষমতায় আসার পর মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ ঘোষণা করে। দেশের নিয়ন্ত্রণ ফিরে পেতে সিসি বিরোধীদের একজোট হওয়ার ওপর জোর দিয়েছে মুসলিম ব্রাদারহুড। আরব বসন্তের ৮ম বার্ষিকী উপলক্ষে রোববার এক বিবৃতিতে ওই ঐক্যের ডাক দিল ব্রাদারহুড। খবর আলজাজিরা।
ব্রাদারহুডের বিবৃতিতে বলা হয়, ‘কারাগার থেকে সব রাজবন্দিকে মুক্ত করে আনতে এবং সেনা শাসন থেকে মিসরকে মুক্ত করতে একটা ঐক্যবদ্ধ বিরোধী জোট গড়ে তোলা এখন সময়ের দাবি।’
২০১১ সালে আরব বসন্ত নামে এক বিপ্লবের মধ্যো দিয়ে বিপ্লবের মধ্য দিয়ে সাবেক স্বৈরশাসক হোসনি মোবারকের পতন হয়। ২০১২ সালে একটি গণতান্ত্রিক নির্বাচনে ব্রাদারহুডের প্রার্থী মোহাম্মদ মুরসি প্রেসিডেন্ট নির্বাচিত হন। সে সময়ের সেনা প্রধান সিসি এক বছরের মাথায় প্রেসিডেন্টের বিরুদ্ধে সেনা অভ্যুত্থান করে অবৈধভাবে ক্ষমতা দখল করেন। মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ ঘোষণা করেন। মুরসিসহ দলের হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে পাঠান। অনেককে দিয়েছেন মৃত্যুদণ্ড। তবে দেশে নিষিদ্ধ হলেও সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছে ব্রাদারহুড। এখন বাইরে থেকেই সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন নেতারা। এখন পর্যন্ত মুসলিম বিশ্বে যত আন্দোলন হয়েছে তার মধ্যে মুসলিম ব্রাদারহুড সবচেয়ে পুরনো সংগঠন।
সামাজিক কল্যাণমূলক কাজ করার লক্ষ্যকে সামনে রেখে ইসলামী ভাবধারার সংগঠন মুসলিম ব্রাদারহুডের যাত্রা শুরু হলেও পরবর্তীতে সংগঠনটি মিসরে ব্রিটিশবিরোধী আন্দোলন গড়ে তোলে এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।