রাজবাড়ীতে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে শহরের শ্রীপুর পলাশ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রতক্ষদর্শীরা পুলিশকে জানায়, রোববার রাতে শান্ত ও হৃদয় মোটরসাইকেল নিয়ে শহরের শ্রীপুর এলাকার পালাশ ফিলিং স্টেশনে যান। সেখান থেকে তেল নিয়ে শহরের দিকে যাওয়ার সময় একটি ট্রাক তাদের চাপা দেয়।
খবর পেয়ে রাজবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত বলে ঘোষণা করেন।
রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, ট্রাক চাপায় নিহতরা হলেন- রাজবাড়ীর ধুঞ্চি গ্রামের রজব আলীর ছেলে শান্ত (২৫) এবং পৌরসভার গোদার বাজার এলাকার মো. সিদ্দিকের ছেলে হৃদয় (২৫)।
পুলিশ নম্বরপ্লেটবিহীন ট্রাকটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে। নিহত দুই যুবকের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যপারে থানায় মামলা করা হয়েছে।