Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেকনাফে গুলিবিদ্ধ ২ লাশ উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৯, ১২:০৭ পিএম
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ে গুলিবিদ্ধ দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত দুইটার দিকে হোয়াইক্যংয়ের নয়াবাজার এলাকা থেকে এই লাশ উদ্ধার করা হয়।
 
নিহত ব্যক্তিদের নাম দেলোয়ার হোসেন ও মোহাম্মদ রফিক। পুলিশের ভাষ্য, নিহত ব্যক্তিরা ডাকাত দলের সদস্য ও ইয়াবা চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন।
 
এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) এ বি এম দোহা। প্রথম আলোকে তিনি বলেন, হোয়াইক্যং নয়াপাড়া এলাকার টেকনাফ-কক্সবাজার সড়কের ওপর দুই দল ডাকাত অবস্থান করছে এমন খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে গিয়ে সড়কের ওপর দুজনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশ। এ সময় লাশের পাশে পড়ে থাকা দুটি অস্ত্র ও চারটি গুলি উদ্ধার করা হয়।
 
এ বি এম দোহা বলেন, ধারণা করা হচ্ছে, দুই দলের মধ্যে ‘গোলাগুলিতে’ এই ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত দুজন ডাকাত দলের সদস্য ও ইয়াবা চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টেকনাফ

৪ অক্টোবর, ২০২০
১৫ আগস্ট, ২০২০
১৬ মার্চ, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ