Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলিশের অপরাধ থাকলে ধরিয়ে দিন পুলিশ সুপার গাজীপুর

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৯, ১২:১০ এএম

গাজীপুর জেলা পুলিশ সুপার শামসুননাহার বলেছেন, পুলিশের অপরাধ তথা অপকর্ম থাকলে ধরিয়ে দিন। সার্বিক আইন শৃঙ্খলা, জননিরাপত্তা ও সামাজিক সচেতনতামূলক কর্মসূচী প্রণয়ন বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার বিকেলে জেলা পুলিশ লাইন্সে এই মতবিনিময় সভা অনুষ্ঠি হয় ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পুলিশ সুপার আরো বলেন, গাজীপুরকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত করতে প্রতিটি ওয়ার্ড থেকে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে। এজন্য তরুণ সমাজ ও জনপ্রতিনিধিসহ সকলের সহযোগিতা প্রয়োজন। আমরা তরুণ সমাজকে জাগ্রত করতে চাই, জনপ্রতিনিধিদের শক্তিশালী করতে চাই। তবে এক্ষেত্রে পুলিশের যদি কোন অপকর্ম থাকে, তা ধরিয়ে দেয়ার অনুরোধ করেন তিনি।
সভায় বক্তব্য রাখেন, গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সালাহ উদ্দিন সরকার, ভাওয়ালগড় ইউনিয়নের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, বাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান শুকুর। অনুষ্ঠানে পুলিশ সুপার উপস্থিতদের মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কাজ করার শপথ করান।
মতবিনিময় সভায় গাজীপুর জেলার বিভিন্ন পৌরসভা ও উপজেলার চেয়ারম্যান, ওর্য়াড কাউন্সিলর, ইউপি সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা পুলিশের কর্মকর্তা এবং সুধীজন অংশ নেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুলিশ

৩ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ