পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
প্রতিবেশী সিরিয়ায় তুরস্ক নিজ উদ্যোগে ‘নিরাপত্তা অঞ্চল’ প্রতিষ্ঠা করতে সক্ষম বলে দাবি করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। যুদ্ধবিধ্বস্ত দেশটি থেকে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহারের পরিকল্পনা ঘোষণা করার পর বৃহস্পতিবার এ দাবি করেন তিনি। সিরিয়ায় যুদ্ধরত কুর্দিশ পিপলস প্রোটেকশন ইউনিটসের (ওয়াইপিজে) যোদ্ধাদের তুরস্কের সীমান্ত থেকে দূরে রাখতে একটি ৩২ কিলোমিটার (২০ মাইল) দীর্ঘ নিরাপত্তা অঞ্চল গড়ে তুলতে আগ্রহী হয়ে উঠেছে আঙ্কারা। তুরস্কের এ-হাবার টেলিভিশনকে কাভুসোগলু বলেন, আমরা নিজেরাই নিরাপত্তা অঞ্চল প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম। সিরিয়ায় সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে ওয়াইপিজেকে কার্যকর পদাতিক বাহিনী হিসেবে দেখে এসেছে যুক্তরাষ্ট্র। কিন্তু কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সঙ্গে ওয়াইপিজের যোগাযোগ রয়েছে বলে অভিযোগ তুরস্কের। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।