বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার কেরানীগঞ্জে ১২০ বছর বয়সী প্রবীনতম এক নারী ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি------রাজেউন)। তার স্বজনদের দাবী তিনি বাংলাদেশের নারী-পুরুষদের মধ্যে সবচেয়ে প্রবীনতম নারী ছিলেন। এই নারীর নাম জয়নব বিবি। তিনি আজ বৃহস্পতিবার(২৪জানুয়ারী) ভোর ৪টায় নতুন সোনাকান্দা এলাকায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। তিনি উনবিংশ শতাব্দীতে রোহিতপুর ইউনিয়ে সোনাকান্দা এলাকায় এক মুসলিম পরিবারে জন্মগ্রহন করেছিলেন। তার জীবদ্দশায় পাঁচ ছেলে ও এক মেয়ের মধ্যে তার মৃত্যুর বহু বছর আগেই দুই ছেলে এবং একমাত্র মেয়ে বৃদ্ধ হয়েই মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও শতাধিক নাতী-পুতিসহ অনেক আত্বীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। এই নারীর স্বামী আনসার আলী ৩৫বছর আগে বার্ধক্য জনিত কারনে মৃত্যু বরন করেছেন। প্রবীনতম এই নারীর ষাটোধর্ব বয়সের নাতীন হাওয়া বিবি জানান,ছোট বেলা থেকে আমরা দাদীকে একই অবস্থায় দেখে আসছি। দাদী শুধু আওয়াজ শুনে বলে দিতে পারতেন তিনি কার সাথে কথা বলছে। বাংলাদেশের প্রবীনতম এই নারীর ছেলে বৃদ্ধ তাহের আলী মাতব্বর জানান,তার মা শুধু বাংলাদেশের নয় বিশ্বের প্রবীনতম নারী ছিলেন। আজ সকাল সাড়ে নয়টায় নতুন সোনাকান্দা এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।