বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিঙ্গাপুরে চিকিৎসারত এরশাদ এখন হাটাহাটি করছেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গেলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, কোন নেতার অসুস্থতায় কোটি মানুষের কান্নার রোল, এটা শুধু হুসেইন মুহম্মদ এরশাদ কত জনপ্রিয়। তিনি বলেন, সকালে এরশাদ হাটাহাটি করেছেন। আশা করছি তিনি দ্রুত সুস্থ হয়ে দেশ ও জাতির কল্যাণে আবারো ভূমিকা রাখবেন। স্বাভাবিক জীবন-যাপন করতে পারবেন। জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী আফিসে এরশাদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। এসময় জাতীয় পার্টির মহাসচিব মোঃ মসিউর রহমান রাঙ্গা বলেন, ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা, মসজিদ-মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানের বিদ্যুৎ, পানি বিল মওকুফ করে সকল ধর্মের আস্থা অর্জন করেছেন হুসেইন মুহম্মদ এরশাদ। শুধু দেশে নয়, সারা বিশ্বেই হুসেইন মুহম্মদ একজন জনপ্রিয় নেতা। তাই সউদী আরবের বাদশা বারবার ক্বাবা শরীফ এবং রাসুল (স.) এর রওজা মোবারকে ঢকুতে দিয়েছিলেন।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য- অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী, এ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া, ফখরুজ্জামান জাহাঙ্গীর, উপদেষ্টা নাজমা আখতার, ভাইস চেয়ারম্যান- অধ্যাপক ইকবাল হোসেন রাজু, কেন্দ্রীয় নেতা মোস্তাকুর রহমান মোস্তাক, মোঃ শফিউল্লাহ শফি, ফখরুল আহসান শাহজাদা, মোঃ হেলাল উদ্দিন, মোঃ বেলাল হোসেন, নিগার সুলতানা রানী, এ্যাড. লাকি আখতার, এম.এ. রাজ্জাক খান, মোঃ গোলাম মোস্তফা, এম. হাবিব উল্লাহ, ডা. সেলিমা খান, সৈয়দা পারভীন তারেক, মনোয়ারা তাহের মানু, মাহমুদা রহমান মুন্নি প্রমূখ।
সংরক্ষিত আসনে মনোনয়নে পার্লামেন্টারী
এরশাদ আগেই দলের ৪ জনকে সংরক্ষিত আসনে মনোনয়ন দিলেও নতুন করে প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া হচ্ছে। মহিলা আসনে দলের প্রার্থী যাচাই-বাছাই করার জন্য ৮ সদস্যের পার্লামেন্টারী রোর্ড গঠন করা হয়েছে। পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে চেয়ারম্যান এবং মহাসচিব মসিউর রহমান রাঙ্গাকে সদস্য সচিব করা হয়েছে। পার্লামেন্টারী বোর্ডের অন্যান্য সদস্যরা হচ্ছেন প্রেসিডিয়াম সদস্য এমএ সাত্তার, গোলাম কিবরিয়া টিপু এমপি, এ্যাডঃ শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, মাহমুদুল হাসান চৌধুরী, ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি এবং লেফটেনেন্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দীন চৌধুরী এমপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।