Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সউদী মরুতে সুরের মূর্ছনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৯, ৪:০৫ পিএম

আলোর ঝলকানি ও সুরের মূর্ছনায় ভাসছে সউদীর গোটা মরু প্রান্তর। মঞ্চে হাজারো শ্রোতার সামনে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে একের পর এক সংগীত পরিবেশন করছেন শিল্পীরা। বাজনার তালের সঙ্গে সুরের মূর্ছনা, সউদীর মরুভূমির এ যেন সম্পূর্ণ ভিন্ন এক পরিবেশ। শনিবার শুরু হওয়া একটি সংগীত উৎসবে এমন পরিবেশ সৃষ্টি হয়েছে বলে সউদী পত্রিকা আল-ওয়াতানের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদমাধ্যম দি ইন্ডিপেনডেন্ট।
প্রতিবেদনে বলা হয়, সউদী আরবের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর আল উলার মরুভূমিতে অবস্থিত প্রায় দুই হাজার বছরের পুরোনো ধ্বংসাবশেষকে কেন্দ্র করে ‘উইন্টার অ্যাট তানতোরা’ নামে উৎসবটির আয়োজন করা হয়। যা চলবে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। মাত্র বছর দুয়েক আগেও এমন দৃশ্য রক্ষণশীল রাজতান্ত্রিক এ দেশটিতে কেউ কল্পনাতেও আনতে পারেননি। যদিও এখন তা হরহামেশাই চোখে পড়ে। এবারের উৎসবে অংশগ্রহণ করছেন লেবানিজ গায়িকা মাজিদা এল রুমি থেকে শুরু করে ফরাসি ধ্রুপদী পিয়ানোবাদক রেনোদ কাপুকনসহ বিশ্বের নানা দেশের স্বনামধন্য তারকারা। কালজয়ী গ্রীক সুরকার ও শিল্পী ইয়ানি সউদীদের জন্য উৎসর্গের উদ্দেশ্যে একটি সুর সৃষ্টি করেছেন যা তিনি অনুষ্ঠানের শেষ দিন ৯ ফেব্রুয়ারি বাজাবেন।
কনসার্টের এক কর্মকর্তা জানান, মূলত পুরোপুরি তেলের ওপর নির্ভরতা কমিয়ে পর্যটন খাতকে আরও উন্নত করণসহ আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণের জন্যই বিশাল এ উৎসবটির আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত বছরের ডিসেম্বর মাসেও দেশটিতে আরও একটি কনসার্টের আয়োজন করা হয়েছিল। যেখানে রক্ষণশীল দেশ খ্যাত সউদীর নারীরাও অংশ নিয়েছিলেন। আর সেই কনসার্টে ঝলকানো আলোর সঙ্গে ফ্রান্সের সঙ্গীত শিল্পী ডেভিড গোয়েটার গগনবিদারী চিৎকারে মেতেছিলেন দর্শকরা।



 

Show all comments
  • Hasan ২১ জানুয়ারি, ২০১৯, ৯:৩৪ পিএম says : 0
    আল্লাহ তায়ালার দেয়া বিধি নিষেধকে পাশ কাঁটিয়ে যারা নিজেদেরকে উদার বলে এসব দ্বীন পরিপন্থী কর্মকাণ্ডের আয়োজন করছে স্বপ্নিল এই দুনিয়ার জীবন শেষে তাদের এরূপ গর্হিত উদারতাই তিক্ত পরিণতির রাস্তাকে প্রসারিত করবে। আজকের এই সুরের মূর্ছনাই হতে পারে আগামীকালের গলিত সীসার ছেঁকা।
    Total Reply(0) Reply
  • Habib ২১ জানুয়ারি, ২০১৯, ১০:০৩ পিএম says : 0
    বুজতে বাকি নেই।গজব আসবে মনে হয়।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ