বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাউজানের মেধাবী ছাত্রের আত্মহত্যা নিয়ে ধুম্রঝাল সৃষ্টি হয়েছে। কেন ও কি কারণে আত্মহত্যা সঠিক তথ্য কেও বলতে না পারলে একটি সূত্র বলেছে প্রেম সংক্রান্ত বিষয়ে রাগে আত্মহত্যা করেছে মেধাবী ছাত্র সৌরভ। গতকাল সকাল ১০ টায় ফেসবুক স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করলেন হাটহাজারী সরকারী কলেজের মেধাবী ছাত্র এবারের এইচ এসসি পরিক্ষার্থী রাউজান চিকদাইর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রাধারাম মহাজনের বাড়ীর সৌরভ কর (১৮)। সরেজমিন বাড়ীতে গিয়ে জানাগেছে ভদ্র ও মেধাবী সৌরভ করের পিতা কাজল কর শহরের খাতুন গঞ্জের একটি চালের দোকানে চাকুরী করেন। স্থানিয়রা জানান গতকাল রোববার সকাল ১০টায় সে নিজ বসতঘরের ভিমের সাথে গলায় রশি দিয় আত্মহত্যা করে। সূত্র জানান সৌরভ কর সকালে ঘুম থেকে উঠে প্রথমে পাশ্বর্র্বতী নানার বাড়ী যায়। সেখানে সৌরভের নানীর সাথে চা নাস্তা খায়। এরপর প্রাইভেট পড়ে প্রতিদিনের মত কোচিং সেন্টারে যাই। তারপর নিজ ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস দিয়ে লিখে ‘পুস্প আর সৌরভ ফোটাবেনা’। তার কলেজ সহপাঠিরা বলেন সৌরভ কয়েকদিন থেকে পেরেসান পেরেসান ছিল, খুব কম কথা বলেছে কয়দিন যাবৎ। গতকাল পিতা,মাতা,একমাত্র ভাই,স্বজন,সহপাঠি,বাড়ীর শত মহিলা পুরুষ লাশকে সামনে নিয়ে আর্তনাদ করেছেন। ক্রন্দনে বারবার মুর্ছা গেছেন বাবা, মা,ভাই। ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী বলেন কেন আত্মহত্যা করলো ছেলেটা বুঝতে পারছিনা। সরেজমিন সৌরভের বাড়ী গিয়ে ছেলেটির জন্য চেয়ারম্যান প্রিয়তোষ নিজেও কেঁদেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।