Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার মুক্তি দাবিতে সুপ্রিম কোর্টে আইনজীবীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারর্পাসন কারাবন্দী খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন আইনজীবীরা। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতির কক্ষের সামনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই ব্যানারে গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তি আইনজীবী আন্দোলন মানববন্ধন করেন। এতে অর্ধশতাধিক আইনজীবী অংশ নিয়ে অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি এবং বিচার বিভাগের দুর্নীতি বন্ধ করার দাবিতে শ্লোগান দেন। মানববন্ধনে সংগঠনের চেয়ারম্যান অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন সংগঠনের নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মনির হোসেন, মহাসচিব অ্যাডভোকেট এ বি এম রফিকুল হক তালুকদার রাজা, অ্যাডভোকেট আবেদ রাজা, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আনিছুর রহমান খান, এনএলসির সভাপতি অ্যাডভোকেট জুলফিকার আলী জুনু, অ্যাডভোকেট একেএম মুক্তার হোসেন, অ্যাডভোকেট মতিন মন্ডল, অ্যাডভোকেট গোলাম রসুল বকুল, অ্যাডভোকেট মো: শহিদুল ইসলাম, অ্যাডভোকেট শেখ আবদুস সালাম, অ্যাডভোকেট শফিউর রহমান শফি, অ্যাডভোকেট বিল্লাল হোসেন, অ্যাডভোকেট নাজমুল হোসেন, অ্যাডভোকেট মইনুল হক, অ্যাডভোকেট সুমন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আইয়ুব আলী আশ্রফী।
মানববন্ধনে বক্তারা বলেন, বিচার বিভাগে হস্তক্ষেপের কারণে খালেদা জিয়া জামিন পাচ্ছে না। খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলন আইনজীবীরা এগিয়ে নেবেন। ২৯ ডিসেম্বর রাতেই ভোট হয়ে গেছে। দেশের মানুষকে আজ অশুভ শক্তির হাত থেকে উদ্ধার করতে হবে। সভাপতির বক্তব্যে তৈমূর আলম খন্দকার বলেন, আমরা বিএনপিকে গণমুখী দল করতে চাই। বিএনপিকে গণমুখী দল করা গেলে খালেদা জিয়া মুক্ত হবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ