মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মিসাইল চুক্তি চালিয়ে যাওয়ার জন্য রাশিয়ার দেয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। বুধবার জেনেভায় রাশিয়া এবং মার্কিন কর্মকর্তাদের মধ্যে মিসাইল চুক্তি নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পূর্ণাঙ্গ পরিদর্শনের জন্য সম্মতি দেয়নি রাশিয়া। এর পরিপ্রেক্ষিতেই যুক্তরাষ্ট্র তাদের প্রস্তাব প্রত্যাখান করেছে বলে জানিয়েছেন মার্কিন অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারি আন্দ্রে থম্পসন। খবর দ্য গার্ডিয়ান।
প্রতিবেদনে বলা হয়, রাশিয়া চুক্তি ভঙ্গ করে শক্তিশালী মিসাইল তৈরী করছে এই অভিযোগে গত অক্টোবরে নিজেদেরকে প্রত্যাহার করার ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ২ ফেব্রুয়ারি থেকে রাশিয়ার সঙ্গে মিসাইল চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার কার্যক্রম শুরু করার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের। ১৯৮৭ সালে ঠান্ডা যুদ্ধ বা কোল্ড ওয়ারের সময় যুক্তরাষ্ট্র ও রাশিয়া ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস (আইএনএফ) নামের এই ঐতিহাসিক চুক্তি করে৷ চুক্তিটিতে সই করেন দুই দেশের দুই নেতা রোনাল্ড রিগান ও মিখাইল গর্বাচেভ৷ চুক্তি অনুযায়ী, দুই দেশের কেউই স্থল থেকে পরিচালিত ৫শ’ থেকে সাড়ে ৫ হাজার কিলোমিটার (৩০০ থেকে ৩,৪০০ মাইল) দূরত্বে আঘাত হানতে পারে এমন ক্রুজ মিসাইল ব্যবহার, তৈরি ও পরীক্ষা না করার বিষয়ে একমত হয়৷ চুক্তির পর দুই দেশ মিলিয়ে কমপক্ষে ২ হাজার ৬শ’ মিসাইল নষ্ট করে৷
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।