মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউরোপের আরেক দেশ স্লােভাকিয়ায় একটি প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম স্থাপনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এই ঘোষণা দিয়েছেন। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। এর আগে ইউক্রেনকে সোভিয়েত আমলের এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দান করার ঘোষণা দেন স্লােভাকিয়ার প্রধানমন্ত্রী এডুয়ার্ড হেগার। তিনি বলেন, রুশ আগ্রাসন মোকাবিলা তথা আত্মরক্ষার জন্য কিয়েভের অনুরোধে এগুলো দান করা হয়েছে। এর বদলে ন্যাটো মিত্রদের কাছ থেকে অতিরিক্ত সরঞ্জাম পাবে তার দেশ। স্লােভাকিয়া ইউক্রেনকে তার এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দানের ঘোষণা দেওয়ার পরই দেশটিতে একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের ঘোষণা দেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। একইসঙ্গে এটি অপারেট করার জন্য দেশটিতে মার্কিন সেনাসদস্যদেরও পাঠানোর ঘোষণা দেন তিনি। আগামী কয়েক দিনের মধ্যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটি স্লােভাকিয়ায় পৌঁছাবে বলেও জানান লয়েড অস্টিন। খবরে বলা হয়, ইউক্রেইনকে এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দান করা হয়েছে বলে জানিয়েছেন স্লােভাকিয়ার প্রধানমন্ত্রী এডুয়ার্ড হেগার। যুক্তরাষ্ট্রসহ ৩০ টি দেশ কিইভকে সামরিক সহযোগিতা জোরদার করছে বলে ওয়াশিংটন ঘোষণা দেওয়ার পরদিন শুক্রবার স্লােভাকিয়া এ ঘোষণা দিল। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করতে ইউক্রেইনকে এই প্রথম আকাশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিল নেটো সদস্যদেশ স্লােভাকিয়া। ১৯৯৩ সালে চেকোস্লােভাকিয়ার কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর স্লােভাকিয়া সোভিয়েত আমলে নির্মিত এই এস-৩০০ ব্যবস্থা পেয়েছিল। শুক্রবার কিয়েভ সফরে গেছেন স্লােভাকিয়ার প্রধানমন্ত্রী হেগার। স্লােভাকিয়ার নিজেদের নিরাপত্তা অটুট রয়েছে বলে জানিয়েছেন তিনি। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।