রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
‘কুকুরের কামড়ে ছাত্র মরল কেন? প্রশাসন জবাব চাই’ এই স্লোগানকে ধারণ করে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কুকুরের কামড়ে মেধাবী ছাত্র নাঈমের মৃত্যুর প্রতিবাদে এবং বেওয়ারিশ কুকুর নিধনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
গতকাল দুপুরে বিদ্যালয়ের সামনে পীরগঞ্জ-ঠাকুরগাঁও পাকা সড়কে প্রায় ১ ঘন্টা ব্যাপী মানববন্ধন চলাকালে বক্তরা বলেন, বেওয়ারিশ কুকুরের আনাগোনায় একাকি পথচলা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন জায়গায় দলবেঁধে বেওয়ারিশ কুকুররা অবস্থান নিচ্ছে। রাস্তায় মানুষজনকে একাকী পেলে তাদের উপর আক্রমন করছে। কুকুরের কামড়ে আহতও হয়েছে অনেকে। এমনকি তাদের হাত থেকে রেহাই পাচ্ছে না গবাদি পশুরাও। এতে স্কুলের ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষের একাকী পথচলা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। তাই অনতিবিলম্বে বেওয়ারিশ কুকুর নিধন করার জোর দাবি জানান বক্তারা। শেষে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা উপজেলা পরিষদে গিয়ে স্বারকলিপি দেয়। কুকুরের কামড়ে ঐ বিদ্যালয়ের ষষ্ট শ্রেনীর ছাত্র নাঈম শুক্রবার মারা যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।