Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাগলনাইয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৪

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০১৯, ৮:৫৫ পিএম

ডাকাতি প্রস্তুতির সময় চার ব্যক্তিকে দেশী অস্ত্রসস্ত্রসহ আটক করেছে ফেনীর ছাগলনাইয়া থানা পুলিশ। আটকরা সবাই পেশাদার ডাকাত বলে দাবি পুলিশের।গতকাল সোমবার (১৪জানুয়ারি) ভোরে উপজেলা উত্তর কুহুমা গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটকরা হলো- উপজেলার বাঁশপাড়া গ্রামের সরকার বাড়ির আবু আহমদের ছেলে রমজান হোসেন ওরফে নিশান (২০), মাটিয়াগোদা গ্রামের আব্দুল বারেকের ছেলে মোঃ হানিফ ওরফে বোমা হানিফ, একই গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে আবুল কালাম (৪৫) এবং পূর্ব দেবপুর গ্রামের মৃত মির হোসেনের ছেলে আব্দুল হান্নান (৩৪)। ছাগলনাইয়া থানার ওসি এমএম মুর্শেদ পিপিএম জানান, উত্তর কুহুমা গ্রামের আব্দুস সোবহান আমিনের বাড়ির পশ্চিম পাশে বসে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল- এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। ব্রীজের উপর থেকে চার ডাকাতকে দেশী অস্ত্রসহ আটক করা হয়। তাদের প্রত্যেকের নামে পূর্বে একাধিক চুরি,ডাকাতি মামলা রয়েছে বলে জানান ওসি।তাদের কাছে থেকে ১টি লোহার কোড়াবাড়ি, ২টি ছোরা,১টি লোহার তৈরি ছোট কাটার, ১টি লোহার তৈরি কিরিচ, ১টি লোহার তৈরি লম্বা দা, ২টি লোহার রড এবং ৪ টি মুখোশ উদ্ধার করা হয়।এসআই মোঃ ইয়াছির আরাফাত বাদী হয়ে তাদের নামে ডাকাতি প্রস্তুতির মামলা করেন। এ মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে ফেনীর আদালতের মাধ্যমে সোমবার জেল হাজতে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডাকাত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ