Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওসমানীনগরে কৃষকের ৬ গরু চুরি

বালাগঞ্জ (সিলেট) উপজেলার সংবাদাতা | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০১৯, ৫:২৪ পিএম

ওসমানীনগরে এক কৃষকের প্রায় ৩লাখ টাকা মূল্যের ৬টি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। গত শনিবার রাতে উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের জটোকোণা গ্রামের আফছর মিয়ার বাড়িতে চুরির ঘটনাটি ঘটে। আফছর মিয়ার জামাতা রফিক মিয়া চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।
জানাগেছে, শনিবার রাতের যেকোন সময়ে কৃষক আফছর মিয়ার গরু ঘরের দরজার তালা ভেঙে ২টি ষাড়, ২টি গাভি এবং ২টি বাচ্চা গরু নিয়ে যায় চোরেরা। ঘুম থেকে উঠার পর চুরির বিষয়টি নজরে আসে। এদিকে সাম্প্রতিক সময়ে এলাকায় গরু চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। বিগত প্রায় ১মাসে একাধিক চুরির ঘটনায় কৃষকদের ২৬টি গরু চুরি হয়েছে বলে জানা গেছে।
ওসমানীনগর থানার ওসি এসএম আল-মামুন বলেন, শনিবারের চুরির ঘটনা সম্পর্কে আমরা অবগত নয়। তবে গরু চুরির ঘটনা প্রতিরোধে পুলিশ তৎপর রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গরু চুরি

২ মার্চ, ২০২২
২ জানুয়ারি, ২০২২
১৮ জানুয়ারি, ২০১৯
২ নভেম্বর, ২০১৬
২৪ আগস্ট, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ