Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিউজিল্যান্ডে খামার থেকে ৫শ’ গরু চুরি

প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নিউজিল্যান্ডের পুলিশ একটি গরুর খামার থেকে পাঁচশ’টি গরু চুরি যাওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে। দেশটির ক্যান্টারবেরির খামার থেকে কখন যে গরুগুলো প্রথম চুরি যেতে শুরু করে তা এখনো স্পষ্ট নয়। পুলিশ বলছে, শত শত গরু একদিনে চুরি যাওয়া অসম্ভব-কাজেই আমরা ধারণা করছি কিছুদিন ধরে কয়েক ধাপে গরুগুলো চুরি করা হয়েছে। গরুগুলোর মোট মূল্য নিউজিল্যান্ডের মুদ্রায় সাড়ে সাত লক্ষ ডলার অর্থাৎ প্রায় আড়াই লক্ষ মার্কিন ডলার। ওই খামার মালিকের একজন বন্ধু বলেছেন, খামার মালিক এই চুরির ঘটনায় হতভম্ব এবং খুবই বিব্রত। স্থানীয় মানুষ বার্তা সংস্থাকে বলেছেন, তারা এত বিপুল সংখ্যায় গরু চুরির ঘটনা আগে কখনো শোনেননি। খামার মালিক বলছেন, তার খামারে শেষ গরু গোণা হয়েছিল জুলাই মাসে যখন তার খামারে ১,৩০০ গরু ছিল। এই নজিরবিহীন গরু চুরির ঘটনার পর পুলিশ সব খামার মালিকদের সতর্ক করে দিয়ে বলেছে যেন তারা প্রতি সপ্তাহে তাদের গরুর হিসাব রাখেন। খামার মালিকরা যেন তাদের বেড়ার বাইরে অতিরিক্ত সংখ্যায় গরু চরছে কীনা সে বিষয়েও চোখ কান খোলা রাখেন। নিউজিল্যান্ডে গরুর সংখ্যা এক কোটি, যা সেদেশের মোট জনসংখ্যার দ্বিগুণেরও বেশি। গত কয়েক বছর ধরে নিউজিল্যান্ডের খামারগুলোতে পশুপালনের ক্ষেত্রে ভেড়ার থেকে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে গরু। বিবিসি, এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিউজিল্যান্ডে খামার থেকে ৫শ’ গরু চুরি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ