Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একরাতে ৫ গরু চুরি

কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৯, ১২:০৫ এএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক রাতে ৫টি গরু চুরি হয়েছে। বুধবার রাতে উপজেলার পূর্বপাড়া ও ভুয়ারপাড়া গ্রামে এ চুরির ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাতের যে কোন সময় পূর্বপাড়া গ্রামের দিলিপ বাকচির ২টি, আনন্দ মধুর ১টি, তেলাম মিয়ার ১টি ও ভুয়ারপাড়া গ্রামের রফিক কাজীর ১টি গরু চুরি হয়। স্থানীয়দের ধারনা চোরেরা গরুগুলি চুরি করে রাস্তার উপরে গাড়ী রেখে উঠিয়ে নিয়ে যায়। চুরি যাওয়া গরু ৫টির মূল্য ৩ লাখ টাকা হবে বলে তারা জানান। এমন দূর্ধষ চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে চোর আতংক বিরাজ করছে, তারা চুরি রোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদারের দাবি জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: একরাতে ৫ গরু চুরি

১৮ জানুয়ারি, ২০১৯
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ