রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বরগুনার আমতলী পৌরসভার ১নং ওয়ার্ডের শিকদার বাড়ি এলাকায় গতকাল মঙ্গলবার গভীর রাতে একই বাড়ির ৫টি গরু চুরি হওয়ার ঘটনা ঘটলেও সকালে ৪টি গরু পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে আমতলী থানা পুলিশ। ভূক্তভোগী সূত্রে জানা যায়, পৌর শহরের ১নং ওয়ার্ডের বাসিন্দা হোসেন শিকদার কৃষি কাজের পাশাপাশি সে গরু পালতো। মাঝেমধ্যে গরুর দুধ বিক্রি করে পরিবারের কিছু বাড়তি উপার্জন হতো। তিনি দাবি করেন, গত সোমবার সন্ধ্যায় তার পালিত ৫টি গরু গোয়াল ঘরে উঠিয়ে রাতে বাড়িতে ঘুমিয়েছেন। গভীর রাতে গোয়াল ঘরের তালা ও শিকল ভেঙে চোরের দল ১টি কালো রংয়ের গাই গরু, ১টি ছাই রংয়ের গাভিন গরু, ১টি দোসনা বাছুর, ১টি কালো এবং ১টি সাদা রংয়ের ছোট বাছুর গরু চুরি করে নিয়ে যায়। সকালে গোয়ালে ঘরে গিয়ে দেখেন একটি গরুও নেই। যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।