Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীতে মালিককে হত্যা করে চারটি গরু চুরি

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৯, ১১:৪৮ এএম

রাজশাহীর দাসপুকুর এলাকায় বুধবার রাতে আব্দুল মজিদ নামে এক গরুর মালিককে হত্যা করে ৪টি গরু নিয়ে গেছে দুর্বৃত্তরা। আব্দুল মজিদ বাড়ির পাশেই একটি জমিতে খামার করে দুটি গাই গরু ও দুটি বাচুর পালন করতো। পাশেই তার স্ত্রী ও তিনি একটি চৌকিতে শুয়ে থেকে গরু পাহারা দিতো। তবে গত রাতে তার স্ত্রী সাথে ছিলেন না। প্রতিদিনের মতো তিনি শুয়ে ছিলেন। গভীর রাতের চোরেরা খামার থেকে গরু নিয়ে যাচ্ছিলো। এ সময় মালিক আব্দুল মজিদ দেখে ফেলায় তাকে শ্বাসরোধ করে হত্যা করে ২টি গাই গরু ও ২টি বাছুর নিয়ে যায়। সকালে লাশটি দেখতে পেয়ে রাজপাড়া থানা পুলিশকে খবর দেয় পরিবারের লোকজন। সকালে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে দেখে ফেলায় তাকে শ্বাসরোধ করে হয়তো হত্যা করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ