Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোদি মঞ্চে উঠতেই থেমে গেল...

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

বিজেপির এক সম্মেলনে দলের সব নেতা করতালি পেলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঞ্চে উঠতেই সেই হাততালি থেমে গেছে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে শুক্রবার জাতীয় পরিষদের দু’দিন ব্যাপী বৈঠকের আয়োজন করে বিজেপি দিল্লির রামলীলা ময়দানে। প্রতিবেদনে বলা হয়েছে, মঞ্চে আসছেন এক-এক জন নেতা। শিবরাজ সিংহ চৌহান এলেন, সামান্য তালি। যোগী আদিত্যনাথ এলেন, তালি আরও বেশি। লালকৃষ্ণ আদভানী এলেন, তালির গর্জন, সঙ্গে শিস। নরেন্দ্র মোদি এলেন, ঝিমিয়ে গেল তালি। ওই পত্রিকার খবর অনুযায়ী, সকাল থেকে মোদির ছবিসম্বলিত মুখোশ ও জ্যাকেট পরে ঘুরছিলেন নেতারা। তবে স্বয়ং মোদি এসে যখন হাতে পদ্মফুল তুলে নেন, কর্মীদের বিশেষ উৎসাহ দেখা যায়নি। বিজেপি সভাপতি অমিত শাহকে উদ্ধৃত করে পত্রিকায় বলা হয়েছে, মোদি মঞ্চে আসার পর হাততালি না পড়ায় তাকে বলতে হয়েছে ‘জানি দিল্লিতে ঠান্ডা পড়েছে, তবু আওয়াজ এত কম কেন?’ এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোদি

২৮ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ