নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
সিরিজ হাতছাড়া হয়েছে আগেই। তিন ম্যাচ সিরিজে ধবলধোলাই এড়াতে দুর্দান্ত কিছুই করতে হত পাকিস্তানকে। জোহানেসবার্গ টেস্টের শুরুটা সেভাবেই করেছে সরফরাজ আহমেদের দল। শেষ সেশনে আমির-আব্বাস-হাসান-আশরাফদের মিলিত পেস আক্রমণে প্রথম ইনিংসে ২৬২ রানে গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা।
চা বিরতির সময়ও দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ৩ উইকেটে ২২৬। অভিষিক্ত জুবায়ের হামজাকে নিয়ে বেশ আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট করছিলেন ডি ব্রæইন। বিরতি থেকে ফিরতেই ম্যাচের চিত্রটা পাল্টে যায়। ১৮ ওভারের ব্যবধানে বাকি ৭ উইকেট তুলে নিয়ে প্রোটিয়াদের ২৬২ রানে গুটিয়ে দেয় শক্তিশালী পাক পেস আক্রমণভাগ। ২টি করে উইকেট নেন মোহাম্মাদ আমির, মোহাম্মদ আব্বাস ও হাসান আলি, তিনটি নেন ফাহিম আশরাফ।
৬ রানে অধিনায়ক এলগারকে উইকেটের পিছনে ক্যাচ বানিয়ে শুরুর ধাক্কাটা দেন আব্বাস। তবে মার্কক্রাম-আমলার ১২৬ রানের জুটিতে সেই ধাক্কা ভালোভাবেই সামাল দেয় স্বাগতিকরা। কিন্তু ২২ রানের ব্যবধানে দুজনকেই ফিরিয়ে লড়াইয়ে ফেরে সফরকারীরা। যা চূড়ান্ত পরিণতি পায় শেষ সেশনে চতুর্থ উইকেটে ব্রæইন-হামজার ৭৫ রানের প্রতিরোধ ভেঙে প্রোটিয়াদের গুটিয়ে দেওয়ার মাধ্যমে। দিনের খেলা তখন ঘণ্টাখানেক বাকি। ১২৪ বলে ১৬ চারে ৯০ রান করেন মার্করাম। তিনটি চল্লিশোর্ধো ইণিংস আসে আমলা (৪১), ব্রাইন (৪৯) ও হামজার (৪১) কাছ থেকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।