বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালের বেহাত হয়ে যাওয়া জায়গা উদ্ধারের ঘোষণা দিলেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। গতকাল বুধবার কমিটির তৃতীয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। মেয়র বলেন, হাসপাতালের নামে অধিগ্রহণকৃত ৮০. ৮৩৬ একর ভূমি রয়েছে। বর্তমানে এ হাসপাতালের ৭২ একর জায়গা দখলে রয়েছে। অবশিষ্ট ৮.৮৩৬ একর জায়গা রাঘব বোয়ালদের দখলে। যার ফলে চিকিৎসা সেবার পরিসর বৃদ্ধির পরিকল্পনা নানানভাবে বাধাগ্রস্ত হচ্ছে। মেয়র বলেন, যে কোনো মূল্যে এ জায়গা উদ্ধার করা হবে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন উদ্দীন আহমদের সঞ্চালনায় সভায় কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, বিএমএর সভাপতি ডা. মজিবুল হক খান, সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।