Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইইউর মর্যাদা কমিয়ে দিলো যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০১৯, ৮:১৬ পিএম

যুক্তরাষ্ট্রে ২০১৬ সাল থেকে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র দূত একটি সদস্য দেশের রাষ্ট্রদূতের মতো মর্যাদা পেতেন৷ কিন্তু এখন আর সেটি পাচ্ছেন না৷ এই পরিবর্তনের খবরও ইইউকে জানানো হয়নি৷
ইইউর এক কর্মকর্তা ডয়চে ভেলেকে এ সব তথ্য নিশ্চিত করেছেন৷ তিনি বলেন, ‘ঠিক কখন তারা এই সিদ্ধান্ত নিয়েছেন আমরা জানি না, কারণ, তারা আমাদের জানাতে ভুলে গেছেন৷’ ইইউ মিশনের মর্যাদা কমিয়ে এখন আন্তর্জাতিক সংগঠন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে৷
ওয়াশিংটনে নিযুক্ত ইইউর এক সদস্য দেশের একজন কূটনীতিকও ইইউ মিশনের মর্যাদা কমানোর বিষয়টি ডয়চে ভেলেকে নিশ্চিত করেছেন৷ বিষয়টি নিয়ে ইইউ কূটনীতিকরা মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেছেন বলেও জানান তিনি৷ ‘তারা আমাদের বলেছেন যে, তারা আমাদের জানাতে ভুলে গেছেন৷ এবং তারা এই সিদ্ধান্ত নিয়েছেন, কারণ চিফ অফ প্রটোকল মনে করেন, এটাই ঠিক সিদ্ধান্ত।’ বলেন ঐ কূটনীতিক৷
গত বছরের শেষ দিকে কয়েকটি অনুষ্ঠানে ওয়াশিংটনে ইইউর রাষ্ট্রদূত ডেভিড ও’সুলিভানকে আমন্ত্রণ না জানানোয় বিষয়টি প্রথম ইইউর নজরে আসে৷ এরপর ৫ ডিসেম্বর সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের শেষকৃত্যানুষ্ঠানের আয়োজকরা ইইউর মর্যাদা কমানোর বিষয়টি নিশ্চিত করেন৷
নিয়ম অনুযায়ী, সাবেক মার্কিন প্রেসিডেন্টকে সম্মান জানাতে ওয়াশিংটনে সবচেয়ে বেশি সময় ধরে নিযুক্ত রাষ্ট্রদূতদের প্রথমে ডাকা হয়৷ এভাবে ক্রমান্বয়ে সবচেয়ে নতুন রাষ্ট্রদূত পর্যন্ত যাওয়া হয়৷ সে হিসেবে, প্রায় দেড়শ' রাষ্ট্রদূতের মধ্যে ইইউ রাষ্ট্রদূতকে ২০ কিংবা ৩০-এর মধ্যে ডাকার কথা৷ কিন্তু তাকে ডাকা হয় একেবারে শেষে৷
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রপ্তানিকারক অঞ্চলগুলোর তালিকায় রয়েছে ইউরোপীয় ইউনিয়ন৷ তাদের মোট রপ্তানির ৫ ভাগের একভাগ হয় ইইউতে৷ আবার ইইউ থেকেও মোট রপ্তানির ৫ ভাগের একভাগ হয় সেখানে৷ ২০১৭ সালে যুক্তরাষ্ট্র ও ইইউ-এর বাণিজ্যের পরিমাণ ছিল ১ হাজার ৬৯ দশমিক ৩০ বিলিয়ন ডলার৷ এর মধ্যে ইইউ আমদানি করেছিল ২৫৬ দশমিক ২০ বিলিয়ন ডলারের পণ্য বা সেবা৷ এর বিপরীতে অ্যামেরিকার আমদানি ছিল ৩৭৫ দশমিক ৮ বিলিয়ন ইউরো৷
ইইউর কূটনীতিক জানান, মর্যাদা কমানোর বিষয়ে আনুষ্ঠানিকভাবে একটি প্রতিক্রিয়া জানানোর প্রস্তুতি চলছে৷ তিনি বলেন, নতুন সরকার আসার পর প্রটোকলের বিষয়টি পুনরায় বিবেচনা করে দেখা নতুন নয়৷ কিন্তু এক্ষেত্রে সিদ্ধান্তটি নেয়া হয়েছে প্রায় দুই বছর পর৷ এছাড়া মর্যাদা কমানোর সিদ্ধান্তটি সংশ্লিষ্ট মিশনকে লিখিতভাবে না জানানোর ঘটনাও বিরল, বলে জানান ইইউর ঐ কূটনীতিক৷
বিষয়টি নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে তারা এই বিষয়ে উত্তর দেননি৷ এক্ষেত্রে সরকারে ‘শাটডাউন’ চলার কারণে সীমিত কাজকর্মের যুক্তি দিয়েছেন তারা৷ সূত্র: ওয়াশিংটন পোস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইইউ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ