Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজাপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি, আহত-১

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০১৯, ৬:৪৫ পিএম

ঝালকাঠির রাজাপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতের হামলায় ১ জন আহত হয়েছে। সোমবার গভীর রাতে উপজেলার উত্তর আদাখোলা এলাকার আব্দুল রাজ্জাক সিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে। রাজাপুর থানা পুলিশ রাতেই ঘটনা স্থল পরিদর্শন করেছে। আব্দুল রাজ্জাক সিকদার জানান, দীর্ঘ ১৮ বছর পরে ৩ মাস আগে দেশে আসেন। ঘটনার দিন সোমবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক দেড়টায় সময় প্রথমে তার ভবনের সামনের কেচিগেটের তালা ভেঙ্গে ও তার কক্ষের ছিটকানি ভেঙ্গে ৮/৯ জনের একটি মুখোশদারী ডাকাত দল দেশীও অস্ত্র নিয়ে তার রুমে প্রবেশ করে। প্রথমে তার হাত-পা বেধে তাকে মারধর শুরু করে। এতে সে গুরুত্বর আহত হয়। পরে ঘরে থাকা ১০ ভরি সোনার গহনা, ৭ ভরি রুপার গহনা ও নগদ ৭ হাজার টাকা সহ অনন্য মালামাল ডাকাত দল হাতিয়ে নেয়। তিনি আরো জানান, ডাকত দলের প্রত্যেকের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে হবে। এ সময় ঐ ভবনের তিনি সহ তার মা-বাবা ও ফুপু অবস্থান করছিল। ডাকাতরা অস্ত্রের মুখে তাদেরকেও জিম্মি করে ফেরে। ডাকাতরা প্রায় ঘন্টাব্যাপী ভবনের মধ্যে তান্ডব চালায়। রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ জাহিদ হোসেন জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডাকাতি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ