Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিরোপা লড়াইয়ে রিয়ালকেও দেখছেন বার্সা কোচ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

স্প্যানিশ লা লিগায় গত বৃহস্পতিবার বছরের প্রথম ম্যাচে পয়েন্ট তালিকার নিচের দিকের দল ভিয়ারিয়ালের মাঠে ২-২ গোলে ড্র করে সান্তিয়াগো সোলারির দল। নিজেদের পরের ম্যাচে গতকাল রাতেই ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হয়েছে মাদ্রিদের ক্লাবটি। একই দিনে রাত পৌনে দুইটায় গেতাফের মাঠে খেলেছে বার্সেলোনা। ফল কি হয়েছে প্রযুক্তির বদৌলতে এতক্ষণে জেনে গেছেন।
আসরে এখন পর্যন্ত ১৭ রাউন্ড শেষে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে সাত পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল। তবে চলতি মৌসুমের শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ শিরোপার লড়াইয়ে থাকবে বলে মনে করেন বার্সেলোনার কোচ এরনেস্তো ভালভারদে। ভালভারদে মনে করেন, ব্যবধান ঘুচিয়ে ঠিকই শেষ পর্যন্ত শিরোপার দৌড়ে থাকবে স্পেনের সবচেয়ে সফল ক্লাবটি, ‘মৌসুমের বাকি সময়েও আমরা রিয়াল মাদ্রিদকে শিরোপার প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করছি। আমি জানি যে পয়েন্টের ব্যবধানটা বেশ বড় দেখাচ্ছে। কিন্তু আসলে তা না, মাত্র সাত পয়েন্ট। তারা আমাদের অন্যতম প্রতিদ্ব›দ্বী।’
নয় জয় ও তিন ড্রয়ে ৩০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে আছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার সংগ্রহ ৩৭ পয়েন্ট। ৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ। তৃতীয় স্থানে থাকা সেভিয়ার পয়েন্ট ৩২।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বার্সা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ