মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিয়ের আমন্ত্রণ পত্রের সঙ্গে অনেক সময় বার্তা হিসেবে অনুরোধ করা হয়, কোনও উপহার সঙ্গে নিয়ে আসবেন না। কিন্তু সম্প্রতি সুরাটের একটি বিয়ের আমন্ত্রণ পত্রের সঙ্গে উল্লেখ করে দেওয়া হল উপহারও! সেই আমন্ত্রণপত্রের ছবিই ছড়িয়ে পড়েছে ফেসবুকে। তাতে দেখা যাচ্ছে যে, অতিথীদেরকে বলা হচ্ছে উপহার হিসাবে ২০১৯ সালের লোকসভা ভোটে নরেন্দ্র মোদী তথা বিজেপিকে ভোট দেওয়ার জন্য।
তবে এই প্রথম নয়। এর আগেও ব্যাঙ্গালোরের একটি বিয়ের অনুষ্ঠানের জন্য এই রকমই বিয়ের কার্ড দেখা গিয়েছিল। সেখানেও বিয়েতে আমন্ত্রিতদের বিজেপিকে ভোট দিয়ে জেতানোর আবেদন জানানো হয়েছিল। শুধু তাই নয়, নরেন্দ্র মোদীর ‘স্বচ্ছ ভারত অভিযান’ প্রকল্পের কথাও উঠে এসেছিল আরেকটি বিয়ের আমন্ত্রণ পত্রে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও টুইটারে তিনি ট্যাগ করে জানিয়েছিলেন সেই কথা। প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও শেয়ার করা হয় সেই টুইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।