Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আ.লীগ ছাড়া সব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

যশোরের ৬টি আসন

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

যশোর জেলার ৬টি আসনে আওয়ামী লীগের ৬জন ছাড়া প্রতিদ্ব›দ্বী কোনো প্রার্থীর জামানত টেকেনি। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, যশোরের ৬ সংসদীয় আসনে অংশগ্রহণকারী ৩৭ প্রার্থীর মধ্যে বিজয়ী আ.লীগের ৬ প্রার্থী ছাড়া বাকী ৩১ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এছাড়া মোট ভোট প্রদান করেছেন শতকরা ৮৩ দশমিক ২০ ভাগ ভোটার। মোট ভোটার ২০ লাখ ৯২ হাজার ৪শ’ ৭২ জন। এরমধ্যে ভোট প্রদান করেন ১৭ লাখ ২৫ হাজার ৫শ’ ৩৪ জন ভোটার।
যশোর-৩ সদর আসনে সবচেয়ে কম শতকরা ৭৬ দশমিক ৬৫ ভাগ ভোট কাস্ট হয়েছে। সবচেয়ে বেশি শতকরা ৮৬ দশমিক ২১ ভাগ ভোট কাস্ট হয়েছে যশোর- ৫ মণিরামপুর আসনে। এছাড়া যশোর-২ ঝিকরগাছা- চৌগাছা আসনে শতকরা ৮৫ দশমিক ৭৩, যশোর- ৬ কেশবপুর আসনে ৮৫ দশমিক ২৩, যশোর- ১ শার্শা আসনে ৮৩ দশমিক ৪৮ এবং যশোর- ৪ অভয়নগর- বাঘারপাড়া ও বসুন্দিয়া আসনে ৮১ দশমিক ৭৪ ভাগ ভোট প্রদান করেছেন। নির্বাচন কমিশন থেকে প্রকাশিত বেসরকারি ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গণপ্রতিনিধিত্ব আইন-১৯৭২ অনুযায়ী কোনও প্রার্থী নির্বাচনে প্রদত্ত (কাস্টিং ভোট) ভোটের ৮ ভাগের ১ ভাগের কম; অর্থাৎ ১২ দশমিক ৫ শতাংশের কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। একাদশ সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী একজন প্রার্থীকে নির্বাচন কমিশনে ২০ হাজার টাকা জামানত দিতে হয়।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাজেয়াপ্ত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ