Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

পাবনায় ১৯ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

পাবনায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৯জন প্রার্থী জামানত হারিয়েছেন।
তারা হলেন পাবনা-১ আসন (সাঁথিয়া ও বেড়া আংশিক) অধ্যাপক আবু সাইয়িদ (গণফোরাম ধানের শীষ প্রতীক), মাও. নিজামী যুদ্ধাপরাধে মৃত্যুদÐে দÐিত-এর পুত্র ব্যারিস্টার নজিবর রহমান (স্বতন্ত্র আপেল প্রতীক), ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাত পাখা প্রতীক) মাও. আব্দুল মতিন, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কাস পার্টির মো. জুলহাস নাঈন কোদাল (প্রতীক), বাংলাদেশ তরিকত ফেডারেশনের মো. শরিফুল ইসলাম (ফুলের মালা প্রতীক), ন্যাশনাল পিপলস পার্টির মো. শাখাওয়াত হোসেন (আম প্রতীক) এবং জাতীয় পার্টির সরদার শাহজাহান (লাঙ্গল প্রতীক), পাবনা-২ আসান (সুজানগর ও বেড়া আংশিক) বিএনপি প্রার্থী সেলিম রেজা হাবিব (ধানের শীষ প্রতীক), ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাত পাখা প্রতীক) মো. ইউনুস আলী, তরিকত ফেডারেশনের মো. শামসুর রহমান (ফুলের মালা প্রতীক), পাবনা-৩ আসন (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) মো. হাসানুল ইসলাম রাজা স্বতন্ত্র প্রার্থী (সিংহ প্রতীক), তিনি বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আব্দুল মোত্তালিব, পাবনা-৪ আসনে (ঈশ্বরদী ও আটঘরিয়া) ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাত পাখা প্রতীক) মাওলানা আব্দুল জলিল , ন্যাশনাল পিপলস পার্টির মো. আব্দুর রশিদ শেখ (আম প্রতীক) এবং পাবনা-৫ সদর আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাত পাখা প্রতীক) অধ্যাপক মোহাম্মদ আরিফ বিল্লাহ,ন্যাশনাল পিপলস পার্টির মো. আবু দাউদ (আম প্রতীক), জাতীয় পার্টির আব্দুল কাদের খান কদর (লাঙ্গল প্রতীক)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাজেয়াপ্ত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ