Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পৌষের শীতে লেপ-তোষকের কদর বেড়েছে দ্বিগুণ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম | আপডেট : ১২:১৯ এএম, ৩ জানুয়ারি, ২০১৯

বেশ কিছুদিন যাবত কনকনে শীতের চাদরে ঢেকে গেছে সারাদেশ। শীতকালে একটু বেশী যত্ম নিতে হয় শরীরের সাথে চাহিদা বাড়ে গরম কাপড়ের। শহর অঞ্চলে শীতের প্রখর কম হলেও গ্রামগঞ্জে শীতের তীব্রতা বেশী। সারা বছর যেমনই যাক না কেন শীতকালে একটু বেশী কদর বাড়ে গরম কাপড় আর লেপ তোশকের। কম্বলের পাশাপাশি আদি আমল থেকে শীত বলতে লেপ মুড়িয়ে ঘুমানো। ব্যস্ত সময় পার করছে সিরাজদিখানের লেপ তোষকের দোকান গুলো।
মুন্সীগঞ্জের সিরাজদিখানে গত কয়েক দিন ধরে শীত ও কুয়াশা পরতে শুরু করেছে। ঠান্ডা থেকে রক্ষা পেতে ইতোমধ্যেই ক্রেতাদের কাছে লেপ-তোশকের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। তাই দোকানিদের দম ফেলার সময় নেই। কেউ পুরনো লেপ-তোশক ভেঙ্গে নতুন করে নিচ্ছে। আবার কেউ নতুন করে লেপ-তোশক-জাজিম-বালিশ শীতসামগ্রী বানিয়ে নিচ্ছে। তবে তুলার কারণে লেপ-তোশকের দাম কম-বেশি হয়ে থাকে। এরমধ্যে রয়েছে পলিতুলা-কাপাশতুলা-গার্মেন্টসতুলা-শিমুলতুলা। চার থেকে পাঁচ হাত লেপ বিক্রি হয় (তুলা ভেদে) ৮০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত।
সিরাজদিখান বাজারের লেপ-তোশকের দোকান মালিক আবু সালে বাদল (৫৮) জানান, আমার বাবার থেকেই আমি এই দোকান পেয়েছি। আমাদের অগ্রাহায়ন, পৌষ, মাঘ এই তিন মাস বেচাকেনা একটু বেশি থাকে। গত বছরের তুলনায় এ বছর ক্রেতার সংখ্যা অনেকটা বেশি মনে হয়। আর বাকি মাস গুলো টুকটাক কাজ করে সংসার চলে। সব খরচ বাদদিয়ে প্রায় বছরে ১ লক্ষ ২৫ হাজার টাকা থাকে। তিনি আরো বলেন, সরকার যদি অল্প সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা করে দেয় তাহলে দোকানে আর মালামাল উঠাইতে পারব।
ক্রেতা দেলোয়ার হোসেন খোকন জানান, বর্তমানে কারিগররা অনেক ব্যস্ত হয়ে পড়েছে। লেপের দাম একটু বেশি মনে হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শীত

৩১ জানুয়ারি, ২০২৩
৬ জানুয়ারি, ২০২৩
৫ জানুয়ারি, ২০২৩
৫ জানুয়ারি, ২০২৩
৩ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ