বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
অস্থায়ী চাকুরী স্থায়ীকরণের দাবীতে গতকাল সকালে রাজশাহী শিক্ষাবোর্ড চত্ত¡রে মানববন্ধন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের দৈনিক হাজিরাভিত্তিক কর্মচারীরা। কর্মচারীরা জানান, আমরা দীর্ঘ ২০ থেকে ২২ বছর যাবৎ রাজশাহী শিক্ষা বোর্ডে কর্মরত রয়েছি। কিন্তু আমাদের চাকুরী স্থায়ীকরণ না করায় হাইকোর্টের আশ্রয় গ্রহণ করি। মহামান্য আদালত ৯০ (নব্বই) দিনের মধ্যে আমাদের চাকুরী স্থায়ীকরণে নির্দেশ প্রদান করেন। কিন্তু বোর্ড কর্তৃপক্ষ ৯০ (নব্বই) দিনের মধ্যে আমাদের চাকুরী স্থায়ীকরণ না করলে কোর্ট অবমাননার দায়ে কনটেমপ অব কোর্ট হয় পরবর্তীতে আপীল বিভাগে বোর্ড কর্তৃপক্ষ আপীল করলে সেখানে সুপ্রিম কোর্ট আমাদের চাকুরী বয়সসীমা শিথীল করে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগের আদেশ প্রদান করেন। কিন্তু কর্তৃপক্ষ আমাদের চাকুরী নিয়মিতকরণ করেনি বলেই আজ আমরা এ মানববন্ধন করেছি।
মানববন্ধনে অস্থায়ী কর্মচারীদের পক্ষে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর ঘরে ঘরে চাকুরী দেবার অঙ্গীকার বাস্তবায়নে অবিলম্বে তাদের চাকুরী স্থায়ীকরণ করতে হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী শিক্ষা বোর্ডের দৈনিক হাজিরা ভিত্তিক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মুকুল শেখ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহীন এবং মামলার বাদী আল-মামুনসহ বোর্ডের ৬২ জন অস্থায়ী কর্মচারীবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।