Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তাইওয়ানকে যুক্ত করতে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করব : শি

মতপার্থক্যের শান্তিপূর্ণ সমাধানে চীনের প্রতি আহ্বান প্রেসিডেন্ট টিসেইর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, চীনের সঙ্গে তাইওয়ানকে যুক্ত করতে বিকল্প উপায় হিসেবে সামরিক শক্তি ব্যবহারেও পিছপা হবে না বেইজিং। তিনি বলেন, তাইওয়ান যে চীনের অংশ, এই সত্য কেউ পরিবর্তন করতে পারবে না। তাইওয়ান প্রণালির দুই পাশের মানুষের ফের একত্র হওয়ার ব্যাপারে আগ্রহী হওয়া উচিত বলেও মন্তব্য করেন চীনা প্রেসিডেন্ট। বুধবার স্বশাসিত দ্বীপটির সঙ্গে সম্পর্কের বরফ গলাতে গৃহীত গুরুত্বপূর্ণ এক নীতি বিবরণের ৪০তম বর্ষপূর্তিতে দেয়া ভাষণে তিনি এমন মন্তব্য করেন। তাইওয়ানকে সবসময়ই চীন থেকে একটি বিচ্ছিন্ন হয়ে যাওয়া দ্বীপ বলে বিবেচনা করে আসছে বেইজিং। এ নিয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রথমবারের মতো বড় কোনো ভাষণ দিলেন। তিনি বলেন, ‘দুই চায়না’ কিংবা ‘এক চীন-এক তাইওয়ান’ অথবা ‘তাইওয়ানের স্বাধীনতার’ ধারণার আড়ালে যারা ষড়যন্ত্রে লিপ্ত আছেন, আমরা তাদের তীব্র বিরোধী। বেইজিংয়ে দেয়া ভাষণে শি বলেন, স্বাধীনতাকামী কিংবা বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতাকে নস্যাৎ করে দিয়ে আমরা বিজয় অর্জন করেছি। কাজেই তাইওয়ান যে চীনের অংশ- কেউ, কোনো পক্ষ এই ঐতিহাসিক ও আইনগত ধারণা বদলাতে পারবে না। প্রণালির দুই অংশই চীনা মালিকানার বলে দাবি করেন শি জিনপিং। তিনি বলেন, শান্তিপূর্ণ একত্রীকরণ ও তাইওয়ানের স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদী তৎপরতায় কোনো বাইরের শক্তি হস্তক্ষেপ করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের বিকল্প উপায় রেখেছে চীন। শি জিনপিং এমন একসময় এ বক্তব্য দিয়েছেন, যার একদিন আগে নিজেদের মতপার্থক্যের শান্তিপূর্ণ সমাধানে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট টিসেই ইং-ওয়েন। নতুন বছর উদযাপন উপলক্ষে দেয়া ভাষণে তিনি বলেন, আমি তাইওয়ানের অস্তিত্বের বাস্তবতার সরাসরি মুখোমুখি হওয়ার আহ্বান জানাব চীনের কাছে। টিসেই ইং-ওয়েন বলেন, তাইওয়ান প্রণালীর দুই দিককে নিজেদের মধ্যের মৌলিক পার্থক্যের বাস্তবিক বোঝাপাড়ার দরকার আছে। রাজনৈতিক ব্যবস্থা ও মূল্যবোধের কারণেই এ পার্থক্য বিরাজ করছে। কাজেই চীনকে অবশ্যই দুই কোটি ৩০ লাখ লোকের স্বাধীনতা ও গণতন্ত্রের আকুতির প্রতি সম্মান জানাতে হবে বলে মন্তব্য করেন তাইওয়ান প্রেসিডেন্ট। তিনি বলেন, এ পার্থক্য মোকাবেলা করতে হবে শান্তিপূর্ণ ও সমতার ভিত্তিতে। সিনহুয়া, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ