Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিরমিনোর হ্যাটট্রিক ছাপিয়ে সালাহর মহানুভবতা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

এক গোল হজমের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল লিভারপুল। দারুণ এক হ্যাটট্রিক উপহার দিলেন রবের্ত ফিরমিনো। জালের দেখা পেলেন মোহামেদ সালাহ ও সাদিও মানে। তিন ফরোয়ার্ডের নৈপুণ্যে ২০১৮ সালে নিজেদের শেষ ম্যাচে আর্সেনালকে উড়িয়ে দিয়েছে ইয়ুর্গেন ক্লপের দল।
অ্যানফিল্ডে গত পরশু ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ৫-১ গোলে জিতে লিভারপুল। ২০ ম্যাচে ১৭ জয় ও তিন ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে নতুন বছর শুরু করবে অলরেড খ্যাত দলটি। ৩ জানুয়ারি লিগে নিজেদের পরের ম্যাচে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে তারা। ৩৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে আর্সেনাল। এ জয়ে আর্সেনালের ওপর আধিপত্য ধরে রাখল লিভারপুল। নিজেদের মাঠে গত পাঁচ লিগ ম্যাচে আর্সেনালের কাছে হারেনি তারা।
প্রতিপক্ষের মাঠে অবশ্য আর্সেনালের শুরুটা ছিল দারুণ। চতুর্দশ মিনিটে দলকে সমতায় ফেরানো ফিরমিনো দুই মিনিট পর প্রতিপক্ষের তিন ডিফেন্ডারকে বোকা বানিয়ে বাঁ পায়ের জোরালো শটে দলকে এগিয়ে নেন। প্রথমার্ধের যোগ করা সময়ে সফল স্পট কিকে জয় অনেকটাই নিশ্চিত করে দেন সালাহ। ৬৫তম মিনিটে মিশরীয় ফরোয়ার্ড ডি-বক্সে ফাউলের শিকার হলে আবারও পেনাল্টি পায় স্বাগতিকরা। এবারে আক্রমণভাগের সতীর্থ ফিরমিনোকে স্পট কিক নেওয়ার সুযোগ ছেড়ে দেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।
এমন দিনে মিশরীয় তারকার প্রশংসা করেছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। বিবিসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে সালাহর এমন আচরণে মুগ্ধতার কথা জানান ক্লপ, ‘দ্বিতীয়ার্ধে আমরা জানতাম যে ম্যাচ তখনও শেষ হয়নি। তাই আমরা এটা নিয়ন্ত্রণ করতে চেয়েছিলাম। মোহাম্মদ সালাহ ফিরমিনোকে পেনাল্টি নিতে দিল। আমরা সবাই জানি যে সালাহ গোল করতে কতটা আগ্রহী। এটা সত্যি দারুণ ছিল।’

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হ্যাটট্রিক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ