মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
৬.৯ মাত্রার তীব্র শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ফিলিপাইনে। এতে সুনামি হতে পারে ফিলিপাইন ও ইন্দোনেশিয়া উপকূলে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, শনিবার ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে আঘাত হানে ওই ভূমিকম্প। প্যাসিফিক সুনামী ওয়ার্নিং সেন্টার উপকূল এলাকায় সুনামির পূর্বাভাষ দিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায় নি। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে বলছে, ফিলিপাইনের জেনারেল সান্তোস থেকে ১৯৩ কিলোমিটার দূরে এবং ৬০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি। প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার বলেছে, ভয়াবহ সুনামি উৎপত্তিস্থল থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে আঘাত হানতে পারে।
তা আছড়ে পড়তে পারে ইন্দোনেশিয়া ও ফিলিপাইন উপকূলে। তবে যুক্তরাষ্ট্রের হ্ওায়াই উপকূলে এ সুনামি আঘাত করার কোনো আশঙ্কা নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।