বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নে পূর্বশত্রুতার জের ধরে মজিবুল্যাহ এরশাদ আলী (১০৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। নিহত মজিবুল্যাহ এরশাদ ক্যারামতপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে স্থানীয় বাংলাবাজার থেকে বাড়ী যাওয়ার পথে কয়েকজন দূর্ব্যৃত্ত এরশাদ আলীর উপর হামলা চালায়। এসময় হামলাকারীরা এরশাদকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে। পরে তার আত্মচিৎকারে স্থানীয় লোকজন ছুঁটে এসে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হয়ে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
চরজব্বার থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে তার প্রতিবেশী রহমত উল্যাহ, আজাদ, মাসুদ, মো. সোলায়মান ও মান্নানের নেতৃত্বে কয়েকজন এরশাদের উপর হামলা চালিয়ে তাকে হত্যা করে। ঘটনায় নিহতের ছেলে মো. ইব্রাহিম বাদী হয়ে ৬জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।