মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন মেক্সিকোর কেন্দ্রীয় পুয়েবলা রাজ্যের গভর্নর মারথা এরিকা আলোনসো। রাজ্যের প্রথম নারী গভর্নর হিসেবে শপথ নেওয়ার কয়েকদিনের মাথায় প্রাণ হারালেন তিনি। সোমবারের ওই হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় মারথার স্বামী এবং রাজ্যের সাবেক সিনেটর রাফায়েল মোরেনো ভালেও নিহত হয়েছেন। সোমবার পুয়েবলা থেকে যাত্রা করার কিছুক্ষণ পরই মারথা ও রাফায়েলকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় তাদের দুইজনেরই মৃতু হয়েছে বলে নিশ্চিত করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাদর। স্প্যানিশ ভাষায় লেখা এক টুইট বার্তায় তিনি দু’রাজনীতিবিদের পরিবারের প্রতি ‘গভীর সমবেদনা’ জানিয়েছেন। ঠিক কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তা জানতে তদন্ত করার আশ্বাস দিয়েছেন তিনি। ৪৫ বছর বয়সী মারথা আলোনসো মধ্যম ডানপন্থী প্যান পার্টির সদস্য ছিলেন। নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনায় আলোনসোর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এক টুইট বার্তায় মেক্সিকোর নবনির্বাচিত প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়াল লোপেজ ওব্রাদোর বলছেন, ‘মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতদের প্রতি আমি গভীর শোক প্রকাশ করছি। একইসঙ্গে এ বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও এর সত্যতা উদঘাটনে একটি তদন্ত কমিটিও গঠনের আহ্বান জানাচ্ছি।’ উল্লেখ্য, গত জুলাইয়ে অনুষ্ঠিত নির্বাচনে ম্যানুয়াল বারবোসাকে পরাজিত করে পুয়েবলার নতুন গভর্নর হিসেবে নির্বাচিত হন আলোনসো। আর এরপরই গত ১৪ ডিসেম্বর এ পদে দায়িত্ব গ্রহণ করেন তিনি। রয়টার্স, নিউ ইয়র্ক টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।