Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেক্সিকোয় অস্ত্রের মুখে ১০ জনকে অপহরণ

প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মেক্সিকোর সমুদ্রতীরবর্তী অবকাশযাপন কেন্দ্র পুয়ের্তো ভালার্তায় একটি জনপ্রিয় রেস্টুরেন্টে খাবার সময় ১০ ব্যক্তিকে অপহরণ করে নিয়ে গেছে অস্ত্রধারীরা। বিবিসি বলছে, ভারি অস্ত্রে সজ্জিত অস্ত্রধারীরা দুটি বড় গাড়িতে করে জিম্মিদের নিয়ে গেছে। পশ্চিমাঞ্চলীয় জালিসকো রাজ্যের পুলিশ চার নারীর অবস্থান চিহ্নিত করার চেষ্টা করছে। ওই চার নারী হয় অপহরণকারীদের কবল থেকে পালিয়েছেন নয়তো তাদের ছেড়ে দেয়া হয়েছে। পুয়ের্তো ভালার্তার পর্যটকদের প্রধান আকর্ষণীয় স্থানের কাছেই এই ঘটনা ঘটেছে। এই ঘটনার কারণ এখনো পরিষ্কার নয়। তবে স্থানীয় গণমাধ্যম বলছে ১৬ জনেরও বেশি ব্যক্তিকে অপহরণ করা হয়েছে। পুয়ের্তো ভালার্তার নিরাপত্তা কমিশনার জেসুস হোসে রদ্রিগো ক্যাম্পোই বলেন, অস্ত্রধারীদের সাত থেকে আটজনের একটি দল ওই রেস্টুরেন্টটিতে ঢুকে সবাইকে মেঝেতে শুয়ে পরতে বলে। আমরা সত্যিই জানিনা এরপর কি ঘটেছে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেক্সিকোয় অস্ত্রের মুখে ১০ জনকে অপহরণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ