মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মেক্সিকোর ভেরাক্রুজ প্রদেশের একটি সরকারি জ্বালানি তেল প্রক্রিয়াজাতকরণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৩ জন নিহত হয়েছে। বন্দরনগরী কোটজাকোলকোসে হওয়া এই দুর্ঘটনায় আহত হয়েছে শতাধিক। দুর্ঘটনার পরে বহুসংখ্যক মানুষকে সরিয়ে নেয়া হয়েছে এবং স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। ভিডিও ফুটেজে দেখা গেছে মেক্সিকোর রাষ্ট্রীয় জ্বালানি তেল প্রতিষ্ঠানের পেমেক্স এর এই প্রক্রিয়াজাত কেন্দ্রে বড় একটি অগ্নিশিখা ও ব্যাপক ধোঁয়া দেখা যাচ্ছে। বন্দর শহর কোটজাকোলকোসের এ কারখানাটি মেক্সিকোর জাতীয় তেল কোম্পানি পেমেক্সের একটি অঙ্গ প্রতিষ্ঠান। দুর্ঘটনায় দেশটির তেল রপ্তানির অন্যতম প্রধান এ বন্দরটির কার্যক্রম বিঘিœত হয়নি বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে কয়েকশ’ লোককে সরিয়ে নেওয়া হয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। সম্প্রচারিত ফুটেজে বড় ধরনের আগুন ও বিশাল ধোঁয়ার কু-ুলি দেখা গেছে। সাম্প্রতিক বছরগুলোতে পেমেক্সের বেশ কয়েকটি শিল্পকারখানায় ধারাবাহিক বিস্ফোরণের খবর প্রকাশিত হয়েছে। মেক্সিকোর ফেডারেল ইমার্জেন্সি সার্ভিসের প্রধান লুয়িস ফেলিপ পুয়েন্তে জানিয়েছেন, বিস্ফোরণে তিনজন মারা গেছেন। পরে ভেরাক্রুজের গভর্নর জাভিয়ার দুয়ার্তে নিজের দাপ্তরিক ট্যুইটার একাউন্টে জানিয়েছেন, ১০৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এদের মধ্যে ৫৮ জন পেমেক্সের কর্মী। এক বিবৃতিতে পেমেক্স জানিয়েছে, গত বুধবার স্থানীয় সময় দুপুর সোয়া ৩টার দিকে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণটি ১০ কিলোমিটার দূর থেকেও অনুভব করা গেছে বলে জানিয়েছেন গভর্নর দুয়ার্তে। পেমেক্স জানিয়েছে, ঘটনার দিন সন্ধ্যার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। কারাখানাটি থেকে নির্গত ধোঁয়া বিষাক্ত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে দ্রুততার সঙ্গে ধোঁয়া নিয়ন্ত্রণ করে বিষক্রিয়ার সম্ভাবনা কমিয়ে আনা হয়েছে বলে দাবি করেছে পেমেক্স। পেমেক্সের পেট্রোকেমিক্যাল ইউনিট ও প্লাস্টিক পাইপ উৎপাদনকারী মেক্সিকান প্রতিষ্ঠান মেক্সিকেম-এর যৌথ উদ্যোগে ভিনাইল উৎপাদনের এই কারখানাটি চালু করা হয়েছিল। বিপজ্জনক ভিনাইল ক্লোরাইড ব্যবহার করে কারখানাটিতে পিভিসি পাইপ ও অন্যান্য প্যাকেজিং উপাদান তৈরি করা হতো। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।