Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেক্সিকোয় সংঘর্ষে ৩ জন নিহত

প্রকাশের সময় : ২১ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মেক্সিকোয় পুলিশের সঙ্গে শিক্ষকদের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৪৫ জন। গত রোববার দেশটির ওয়াক্সাকা রাজ্যে এ ঘটনা ঘটেছে। গত সপ্তাহে দুর্নীতির অভিযোগে দুই শিক্ষক নেতাকে গ্রেফতার করা হয়। এর প্রতিবাদে শিক্ষকদের ইউনিয়ন সিএনটিই মেক্সিকোর দক্ষিণে মহাসড়ক অবরোধ করে রাখে। ২০১৩ সালে প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো যে শিক্ষাব্যবস্থা সংস্কারের প্রস্তাব করেছিলেন সিএনটিই ইউনিয়ন তার বিরোধিতা করে আসছে। এ সংস্কার প্রস্তাবের মধ্যে শিক্ষকদের যোগ্যতা মূল্যায়নের জন্য নতুন কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। ইউনিয়নের সদস্যদের দাবি, রাজনৈতিক কারণে তাদের নেতাদের ওপর মিথ্যা দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। রাষ্ট্রীয় তেল কোম্পানি পিমেক্স শুক্রবার সতর্ক করে দিয়ে জানিয়েছিল, রাজধানী মেক্সিকো সিটিতে যেতে ওয়াক্সাকা মহাসড়ক ব্যবহৃত হয়। এখানে থেকে শিক্ষকদের সরিয়ে না নেওয়া হলে তারা তেল পরিশোধনাগার বন্ধ করে দিতে বাধ্য হবে। দেশটির সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ শিক্ষকদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশে উভয়দিক থেকে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি ছোড়ে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেক্সিকোয় সংঘর্ষে ৩ জন নিহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ