Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২০০৬ সাল থেকে এ পর্যন্ত নিহত ৪১ জন মেক্সিকোয় দু’ সপ্তাহে ৩ মেয়রকে হত্যা

প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দু সপ্তাহের মধ্যে মেক্সিকোয় আরো একজন মেয়রকে গুলি করে হত্যা করা হলো। গত দু’ সপ্তাহে এটি তৃতীয় মেয়র হত্যাকা-। মাদকের বিরুদ্ধে দেশব্যাপী অভিযানের প্রেক্ষিতে সম্প্রতি দেশটির মিউনিসিপ্যাল কার্যালয়গুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। তার মধ্যেই এ ধরনের হত্যাকা-ের ঘটনা ঘটে চলেছে। এসব হত্যাকা- মাদকবিরোধী অভিযানকে প্রভাবিত করতে পারে।গত রাতে পুয়েবলা রাজ্যের হুয়েহুয়েটলান এল গ্রান্ডের মেয়র জোশে সান্তা মারিয়াকে তার বুলেটপ্রুফ গাড়ির মধ্যে নিহত অবস্থায় পাওয়া যায়। স্থানীয়রা তার মৃতদেহ দেখতে পেয়ে কর্তৃপক্ষকে জানায়। দু’ সপ্তাহের মধ্যে নিহত তিনিই তৃতীয় মেয়র। হত্যাকা-ের উদ্দেশ্য এখনো পরিষ্কার নয়। যদিও, ৪৪ বছর বয়সী মেয়র জাভালাকে ডাকাতির উদ্দেশ্যে হত্যা করা হয় বলে মনে করা হচ্ছে। এছাড়া অন্য কোন কারণ খুঁজে পাওয়া যায়নি বলে কর্তৃপক্ষ জানায়। তার বিরুদ্ধে কোন হুমকিও ছিলো না। পুলিশ জানায়, মেয়রের সঙ্গে তার সেক্রেটারি ছিলো, কিন্তু তারা যখন ঘটনাস্থলে পৌঁছে, তখন তাকে পাওয়া যায়নি। তবে এটাও পরিস্কার নয়, পুলিশ প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার নেয়ার সময় তিনি সেখানে ছিলেন কি, ছিলেন না। মেক্সিকোর মেয়রদের জাতীয় এসোসিয়েশন এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে জানায়, দেশব্যাপী মাদকবিরোধী অভিযান শুরু হওয়ার পর ২০০৬ সাল থেকে এ নিয়ে ৪১ জন মেয়র নিহত হয়েছেন। গত মাসেই নিহত হয়েছেন দু’জন মেয়র। ২৩-২৪ জুলাই রাতে মাদক-সহিংসতাপূর্ণ দক্ষিণাঞ্চলীয় রাজ্য গুয়েরেরোতে বন্দুকধারীরা গুলি করে হত্যা করে পাঙ্গাবারাতোর মেয়র এম্ব্রোসিও সোতোকে। ডিডব্লিউ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ২০০৬ সাল থেকে এ পর্যন্ত নিহত ৪১ জন মেক্সিকোয় দু’ সপ্তাহে ৩ মেয়রকে হত্যা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ