Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সউদীতে ট্যাংক সাঁজোয়া যান পাঠালো কানাডা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

সউদী আরবের উদ্দেশে ট্যাংক এবং সাঁজোয়া যানের একটি বিশাল চালান পাঠিয়েছে কানাডা। দেশটির সঙ্গে ১ হাজার ৩শ কোটি ডলারের অস্ত্র চুক্তির আওতায় এসব সামরিক অস্ত্র ও সরঞ্জাম সরবরাহ করছে কানাডা। যদিও গত অক্টোবরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছিলেন, তাদের অস্ত্র যদি সউদী আরব অপব্যবহার করে তাহলে রিয়াদের কাছে অস্ত্র বিক্রি স্থগিত করে দিতে প্রস্তুত রয়েছে তার সরকার। এ ঘোষণার পরও তিনি রিয়াদের কাছে অস্ত্র পাঠালেন। অথচ এখনও ইয়েমেনে হামলা বন্ধ করেনি সউদী আরব। ২০১৪ সালে কানাডার অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল ডাইনামিস ল্যান্ড সিস্টেম সউদী আরবকে ৭৪২টি ট্যাংক ও সাঁজোয়া যান দেয়ার চুক্তি করে। এটি মার্কিন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান। এরই মধ্যে একটি কার্গো জাহাজ ট্যাংক ও সাঁজোয়া যান কানাডার সেন্ট জন বন্দর থেকে সউদী আরবের পথে রওয়ানা দিয়েছে। ডেইলি গ্লোব অ্যান্ড মেইল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদী


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ