Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নেছারাবাদে মানববন্ধন

নেছারাবাদ(পিরোজপুর)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৮, ৩:৪০ পিএম

ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের পিরোজপুর প্রতিনিধি তামিম সরদারের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করার প্রতিবাদে ধারাবাহিকভাবে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী করে যাচ্ছে পিরোজপুর জেলা উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ। গত দু‘দিন ধরে পিরোজপুর সদর, মঠবারিয়া উপজেলায় মানববন্ধন কর্মসূচী পালন করার পর শনিবার স্বরূপকাঠিতে মানববন্ধন হয়। সকালে উপজেলার স্বরূপকাঠি পৌর ভবনের সামনে প্রধান সড়কের পাশে ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিক ব্যানারে ওই মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মুজিবুর রহমান, মাসুদুল আলম অপু,সাংবাদিক আনোয়ার হোসেন, সাংবাদিক নারগিস জাহান, সাংবাদিক মোঃ. হাবিবুল্লাহ। বক্তব্য বক্তারা সাংবাদিক তামিম সরদারের উপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, সাংবাদিক পেটানো নতুন কিছু নয়। কিন্তু ক্রমেই সাংবাদিক পেটানো মাত্রা বেড়েই চলছে। নিরপেক্ষ সাংবাদিকতা করতে গিয়ে আজ সাংবাদিকরা পদে পদে সন্ত্রাসী হামলার শিকার হচ্ছে। তাই নিরপেক্ষ সাংবাদিকতা করতে হলে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে প্রশাসনকে সন্ত্রাসীদের ধমন করতে হবে। অন্যথায় নিরপেক্ষ সাংবাদিকতা ধীরে ধীরে সংকুচিত হয়ে যাবে।
প্রসঙ্গত, পিরোজপুর-৩ আসনে নির্বাচনী নিউজ কভার করতে গিয়ে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের পিরোজপুর প্রতিনিধি সাংবাদিক তামিম সরদার মহাজোট প্রার্থী লাঙ্গল প্রতীকের সমর্থক কিছু সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হন। ওই হামলাকারীদের শাস্তির দাবীতে পিরোজপুরে ধারাবাহিকভাবে মানববন্ধন সহ নানা কর্মসূচী চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ