পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
কয়েক হাজার সিরীয় শরণার্থীকে নাগরিকত্ব প্রদান করেছে তুরস্ক। তুর্কি সরকারের তরফ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। হুরিয়াত পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়েছে, সর্বমোট ৭২ হাজার সিরীয় শরণার্থীকে নাগরিকত্ব দেয়ার সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক। পার্লামেন্টে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সোইলু বলেন, ৩৬ হাজার প্রাপ্তবয়স্ক এবং ৩৬ হাজার শিশুর নাগরিকত্ব প্রদানের সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক। এছাড়া তুরস্কে প্রায় তিন লাখ ৮০ হাজার সিরীয় শিশুর জন্ম হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ওই শিশুদেরও একইভাবে নাগরিকত্ব প্রদান করা হবে। তিনি বলেন, ভ্রাতৃত্বের প্রতি এটা আমাদের অনেক বড় বিনিয়োগ। প্রায় ২৮ হাজার সিরীয় নাগরিক গত ২৪ জুন তুরস্কের নির্বাচনে ভোট দেয়ার সুযোগ পেয়েছে। এছাড়া ২০১৯ সালের নির্বাচনে ভোট দেয়ার সুযোগ পাবেন আরও ৩৬ হাজার নাগরিক। রয়টার্স
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।