Inqilab Logo

বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

চ্যাম্পিয়ন আনসার-বিজিবি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতার পুরুষ বিভাগে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মহিলা বিভাগে বাংলাদেশ আনসার চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শহীদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে পুরুষ বিভাগের ফাইনালে বিজিবি ৩২-৯ গোলে পুলিশ হ্যান্ডবল ক্লাবকে হারিয়ে শিরোপা ঘরে তোলে। একই ভেন্যুতে মহিলা বিভাগের ফাইনলে আনসার ২৩-১৪ গোলে বিজেএসিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান আবদুর রহমান। এ সময় হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক মো: জাহাঙ্গীর হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফাইনাল শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় একই ভেন্যুতে হ্যান্ডবল ফেডারেশন সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজাকে। সম্প্রতি জাপানে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সর্বোচ্চ সম্মানজনক ‘এনক’ (অ্যাসোসিয়েশন অব ন্যাশনাল অলিম্পিক কমিটি) পদক লাভ করেন শাহেদ রেজা। এই বিরল সম্মান বয়ে আনার জন্যই তাকে সংবর্ধনা দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হ্যান্ডবল


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ