মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জনপ্রিয় খাবার ডেলিভারি সংস্থা ‘উবার ইটস’-এ অনলাইনে খাবার অর্ডার করে নোংরা আন্ডারওয়্যার পেয়েছেন। এমন অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের মিয়ামির বাসিন্দা লিও। তিনি বলেছেন, অর্ডার করা খাবারের সঙ্গে ময়লা আন্ডারওয়্যার পেয়ে তিনি অবাক হয়ে যান। ফক্স নিউজ বলছে, এ ঘটনা ঘটেছে সম্প্রতি এক রাতে। মিয়ামিতে আর্ট বাসেল হোটেলে উপস্থিত ছিলেন লিও। সেই হোটেল থেকেই তিনি অনলাইনে খাবারের অর্ডার দেন। মিয়ামির জাপানি রেস্তোঁরা থেকে খাবার অর্ডার করার জন্য লিও উবার ইটস অ্যাপ ব্যবহার করেছিলেন। অর্ডারটি পৌঁছানোর পর লিও উবার ইটসের কর্মীর কাছ থেকে খাবার নেয়ার জন্য হোটেলের বাইরে আসেন। পরে উবার কর্মীর দেয়া প্লাস্টিকের প্যাকেটটি নিয়ে হোটেলে ফিরে যান তিনি। নিজ কক্ষে ঢুকে খেতে বসে প্যাকেট খুলতেই হতবাক হয়ে যান লিও। প্যাকেটে উরু পর্যন্ত লম্বা একটি নোংরা দাগ লাগা অন্তর্বাস পান তিনি। এ ঘটনার পর উবার ইটসের ওই রেস্তোঁরায় ফোন করেন তিনি এবং পুলিশকেও জানান। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।