প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
চিত্রনায়িকা চম্পা এখন ছোট পর্দায় নিয়মিত অভিনয় করছেন। তার অভিনীত নতুন ধারাবাহিক নাটক চার দেয়ালের বাইরে। কামরুল আহসানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রিদম খান শাহীন। এতে একজন শিল্পপতির চরিত্রে অভিনয় করেছেন চ¤পা। নাটকটির গল্পে নিজের ব্যক্তিগত জীবন, মেয়ের সাংসারিক দ্ব›দ্ব এবং ব্যবসায়িক নানা সমস্যার মুখোমুখি হন তিনি। চ¤পা বলেন, এতে অভিজাত শ্রেণীর মানুষের জীবনের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। কাজটি করে আমি বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেছি। গল্পের ভিন্নতা এবং নির্মাণে আধুনিকতার ছোঁয়া থাকায় নাটকটি দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস। পরিচালক বলেন, এর আগে ৭৬টি খÐ নাটক নির্মাণ করেছি। চার দেয়ালের বাইরে আমার প্রথম ধারাবাহিক। দর্শকদের ভিন্ন স্বাদ দিতেই এটি নির্মাণ করেছি। ধারাবাহিকটিতে আরও অভিনয় করেছেন জিতু আহসান, অহনা, লুৎফর রহমান জর্জ, হীরা, সাবেরি আলম, আল মামুন, সায়কা আহমেদ, তোফা হাসান ও শিশুশিল্পী মায়শারাসহ অনেকে। ২২ ডিসেম্বর থেকে ধারাবাহিকটি এশিয়ান টিভিতে প্রতি শনিবার ও রোববার সন্ধ্যা ৭টায় প্রচার হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।