Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আ.লীগ সরব নীরব বিএনপি

কচুয়া (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০১৮, ১২:০৭ এএম

চাঁদপুর-১ কচুয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনী আসনে ক্ষমতাসীন আ.লীগের মনোনিত প্রার্থী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দীন খান আলমগীর এমপি উপজেলা আ.লীগের অংঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকদেরকে নিয়ে নৌকা প্রতীকের প্রচার-প্রচারণায় নির্বাচনী মাঠে আছেন। অপর দিকে জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী মো. মোশাররফ হোসেন মিয়াজী মনোনিত হওয়ার পর থেকে কচুয়া থানা পুলিশ নেতাকর্মীকে বিভিন্ন মামলায় গ্রেফতার করে এবং ধরপাকর আতংকে নেতাকর্মী সমর্থকরা বাড়ি ছেড়ে অনত্রে চলে যায়। মো. মোশাররফ হোসেন মিয়াজী দলীয় কোন্দল মিটাতে না পারায় সাবেক প্রতিমন্ত্রী মিলন সমর্থকরা আ.লীগের অংগ সংগঠনের সাথে একাত্মতা প্রকাশ করে। এবং গত ১২ ডিসেম্বর কচুয়ায় বিএনপির প্রার্থীর শোডাউনে হামলা করে মিলন সমর্থকসহ আ.লীগের কর্মীসমর্থকরা এবং ওই দিন মিলন সমর্থকরা ১০ নম্বর ইউপিতে মোশাররফের বিরুদ্ধে মিছিল করে, মিলন মহিউদ্দীন দুই ভাই নৌকা মার্কায় ভোট চাই, কচুয়ায় মোশাররফের খানা নেই। গত কয়েক দিনে মিলন সমর্থক অনেকে আ.লীগে যোগদান করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ