Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেট নগরীতে বাসায় ডাকাতি

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৮, ১২:৪৩ পিএম

সিলেট নগরীর খাসদবির এলাকার একটি বাসায় সন্ধ্যারাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ঐ বাসা থেকে স্বর্ণের গয়না, নগদ টাকা এবং তিনটি মোবাইল নিয়ে যায় ডাকাতদল।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের খাসদবির বন্ধন জি-১৫ নম্বর বাসার পঞ্চম তলায় এ ঘটনা ঘটে।

জানা গেছে- শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খাসদবির বন্ধন জি-১৫ নম্বর বাসার পঞ্চম তলার জহির আহমদের ফ্ল্যাটের দরজায় এসে ৭-৮জন লোক কলিং বেল দেয়। এসময় বাসায় তার স্ত্রী এবং শালিকা ছাড়া আর কেই ছিলেন না।

কয়েকবার কলিং বেল বাজানোর দরজা খুললে ৭-৮জন লোক একসাথে ঘরে ঢুকে যায়। তখন তাদেরকে আঘাত করে একটি কক্ষে বেঁধে রেখে স্বর্ণের গয়না, নগদ টাকা এবং তিনটি মোবাইলসহ বিভিন্ন জিনিস নিয়ে পালিয়ে যায় ডাকাত দল।

তারা ঐ কক্ষ থেকে চিৎকার করলে আশেপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে। খবর পেয়ে বাসার মালিক সাইফুল ইসলাম এবং বন্ধন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রিমাদ আহমদ রুবেল উপস্থিত হন।

তারা ঘটনার বিস্তারিত শুনে পুলিশকে অবহিত করেছেন বলে জানিয়েছেন বন্ধন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রিমাদ আহমদ রুবেল।

এদিকে বিমানবন্দর থানা পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি অনুসন্ধান করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডাকাতি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ