Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এখন বলা যায় আমরা স্বপ্নের সিনেমা -এটিএম শামসুজ্জামান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

২০০৯ সালে বিশিষ্ট অভিনেতা এটিএম শামুসজ্জামান পরিচালিত ‘এবাদত’ সিনেমাটি মুক্তি পায়। এটি ছিল তার পরিচালিত প্রথম সিনেমা। এতে অভিনয় করেছিলেন রিয়াজ, শাবনূর, প্রবীরমিত্র, ডলি জহুর, আনিস’সহ আরো অনেকে। এরপর আর সিনেমা পরিচালনা করেননি। অভিনয়ে ব্যস্ত হয়ে পড়েন। তবে তিনি আবারো সিনেমা নির্মান করতে যাচ্ছেন। এটিএম শামসুজ্জামান জানান, তিনি নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। সিনেমার কাহিনী, সংলাপ, চিত্রনাট্য তার নিজেরই। সিনেমাটির নাম ‘এখন বলা যায়’। এটিএম শামসুজ্জামান বলেন, ‘সিনেমাটি নিয়ে দীর্ঘদিন ধরেই ভাবছি। যেহেতু আমার লেখালেখির অভ্যাস আছে, তাই নিজের সিনেমার গল্প, চিত্রনাট্য আমি করবো ঠিক আগেরটার মতো। ‘এখন বলা যায়’ হবে জীবনের গল্প। আমাদের জীবনের অনেক না বলা কথা উঠে আসবে এতে। আমি জীবনের যে পর্যায়ে এসে পৌঁছেছি তাতে করে এ সিনেমার মধ্যদিয়ে অনেক কিছুই উঠে আসবে। এটি হবে আমার জীবনের না বলা অনেক কথার গল্পের সিনেমা। এই সিনেমা আমার স্বপ্নের সিনেমা। অনেক স্বপ্ন নিয়েই এই সিনেমা নির্মানের পরিকল্পনা করছি।’ এটিএম শামসুজ্জামান জানান, আগামী বছর ‘এখন বলা যায়’ সিনেমার শূটিং শুরু হবে। তবে শিল্পী কে কে থাকবেন সে বিষয়েও আপাতত কিছু বলেননি। তিনি বলেন, ‘একজন শিল্পী নির্দিষ্ট একটি দেশের মধ্যেই সীমাবদ্ধ নন। তিনি যে কোন দেশের আহ্বানে সাড়া দিয়ে অভিনয় করতে পারেন। তাই আমার সিনেমাতে কারা থাকবেন সেটাও একটা চমক থাকবে দর্শকের জন্য।’ এদিকে নিয়মিত অভিনয়ে ব্যস্ত রয়েছেন এটিএম শামসুজ্জামান। এরইমধ্যে তিনি মীর সাব্বিরের নির্দেশনায় আরটিভিতে প্রচার চলতি ‘নোয়াশাল’ ধারাবাহিকের শুটিং-এ অংশ নিয়েছেন। এছাড়াও তিনি হাসান জাহাঙ্গীরের নির্দেশনায় ‘চাপাবাজ’ ধারাবাহিকেও নিয়মিত অভিনয় করছেন। এটিএম শামুসজ্জামান এখন পর্যন্ত পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। ‘অপেক্ষা’, ‘ম্যাডাম ফুলি’, ‘চুড়িওয়ালা’ ‘মন বসেনা পড়ার টেবিলে’,‘চোরাবালি’ সিনেমাতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এটিএম শামসুজ্জামান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ