Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিনয়ে ফিরলেন এটিএম শামসুজ্জামান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৮, ১২:০৪ এএম

বার্ধক্যজনিত কারণে বিশিষ্ট অভিনেতা এটিএম শামসুজ্জামান এখন আর আগের মতো নিয়মিত অভিনয় করতে পারেন না। তবে তার অভিনয়ের নেশা তাকে বারবার ফিরে আসতে বাধ্য করে। অসুস্থতার কারণে মাঝে অনেক দিন তিনি অভিনয় করতে পারেননি। একটু সুস্থ্যবোধ করায় আবার অভিনয় শুরু করেছেনক। আবারও ক্যামেরার সামনে দাঁড়িায়েছেন তিনি। হাসান জাহাঙ্গীর পরিচালিত বৈশাখী টেলিভিশনে প্রচার চলতি ধারাবাহিক নাটক চাপাবাজ-এ শুরু থেকেই অভিনয় করেছেন তিনি। নাটকটি এরইমধ্যে ৩০০ পর্বেরও বেশি প্রচার শেষ হয়েছে। বর্তমানে চলছে নতুন লটের শুটিং। এই লটে যোগ দিয়েছেন তিনি। হাসান জাহাঙ্গীর জানান, দশদিন ধরেই পুবাইলে শূটিং করছি আমরা। এবারে সাড়ে তিনশত পর্বের মতো শূটিং সম্পন্ন করবো। চাপাবাজ টিমের প্রায় সবাই রয়েছেন এখানে। গত সপ্তাহে যোগ দিয়েছেন এটিএম শামসুজ্জামান। তিনি অসুস্থ ছিলেন। আমরা অনেকদিন তাকে মিস করেছি। আবারও টিমে তাকে পেয়ে ভালো লাগছে। তিনি গুণী অভিনেতা। তার সঙ্গে কাজ করতে পারা সৌভাগ্যের ব্যাপার। নাটকটিতে এটিএম শামসুজ্জামান মির্জা বাড়ির প্রধান হিসেবে অভিনয় করেছেন। তিনি উপভোগ করছেন নাটকের চরিত্রটি। তিনি জানান, এ নাটকের গল্প হাস্যরসাত্মক হলেও এতে সমাজের বিভিন্ন রকম মানুষের চরিত্র ফুটিয়ে তোলা হয়েছে। যারা প্রতিনিয়ত ভাল মানুষের মুখোশ পরে থাকলেও আসলে তাদের বেশিরভাগই মন্দ চরিত্রের। এটিএম শামসুজ্জামান ছাড়াও নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ড. ইনামুল হক, ফারুক আহমেদ, সাব্বির আহমেদ, সোহেল খান, হাসান জাহাঙ্গীর, কামরুল বাশার, এ্যানি খান, শামীমা তুষ্টি, ঈশানা, নিথর মাহবুব, হারুন কিসিঞ্জার, জনি চ্যাপলিন, বাহার, শরিফ, কবির, শাহিন, অনন্যা অনু, আইভি, হুমায়রা হিমু প্রমুখ। নাটকটি বৈশাখী টিভিতে প্রতি শনি থেকে সোমবার রাত ৯টা ২০ মিনিটে প্রচার হয়। রাত ১১টা ৩০মিনিটে পুন:প্রচার হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এটিএম শামসুজ্জামান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ